বসন্ত ফুল কাব্য ৭-১০
- কাজী ফাতেমা ছবি

৭। শুভ্রতার রঙ দেই ছড়িয়ে, মনের মাঝে তোমার
শুদ্ধ মনে নিয়ো তুমি আপন করে আমায়........মুগ্ধতার রঙ চোখে এনে বেসো ভালো আমায়
সুখ রঙে জলছবিটা একে দিয়ো জামায়।

৮। করমচার ফুল মালা গেঁথে, দেবো তোমার গলে
ভাসাবে কী একটু আমায়, তোমার প্রেমের জলে?

৯। পিটুনিয়ার বেগুনী রঙ, আহা বেগুনী রঙ দেখলেই আমি জারুল ফুল হয়ে যাই। ফিরে যাই মেয়েবেলার দিনগুলোতে।

১০। সাদাফুলের মালা গেঁথে, দাও পরিয়ে চুলে
এই তুমি কী নিত্যদিন যাচ্ছো আমায় ভুলে।

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।