টক ফল খাবো- কিনে দেবে?
- কাজী ফাতেমা ছবি

হীম পড়েছে তো হয়েছেটা কী-টক খেতে কী মানা
পকেট থেকে বের করো তো পয়সা দু'আনা,
কিপটে মানুষ ফাঁকি বাজি-কত কিছু জানো
যেমন করে পারো বাপু
বাজার থেকে টকফল কিনে আনো।
অলস সময় কাটছে আমার-মিষ্টি খেতে ভাল্লাগে না
ধনে-লংকায় মাখলাম মুড়ি-তাও দেখি ঝাল্লাগে না।
টকের কথা ভাবলে আহা-জিভে আসে জল গো
কামরাঙার প্যাকেট আসবে নিয়ে,
প্লিজ করো না ছল গো।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।