নিবে সঙ্গে আমায়?
- কাজী ফাতেমা ছবি

ভাঙ্গা তোমার তরীখানি-ভিড়াও আমার ঘাটে
মন বসে না তুমিছাড়া-নিত্য কর্মপাঠে!
#যাবে_সঙ্গে_আমার?
চলো ভাসি পঙ্খীরাজ নৌকা করে-উড়ুক কি ভাসুক
যাবে সঙ্গে তুমি, দু'দন্ড শান্তি নিতে
দূরে কোথাও
চলো সকল কর্ম ফেলে হয়ে যাই দু'জন
দূরে উধাও!
জলের দীঘি হোক না তা-কিংবা স্রোতের নদী
ইচ্ছে সকল দাও না সঁপে
আজ আমার উপুর
মাঘের হাওয়ায় ভাসবো ঢেউয়ে
একটি উদাস দুপুর।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।