হবে ডিঙির মাঝি?
- কাজী ফাতেমা ছবি
দশটি নয় একটি ডিঙিতেই চলবে
তুমি আর আমি চলো ভেসে যাই পদ্মা নদীর অথৈ জলের ঢেউয়ে
দেখো তাকিয়ে আকাশ নেমে পড়েছে জলে
জলের আয়নায় উড়ছে গাঙ চিল
রঙবাহারী দিন মনের ভিতর আকুলি বিকুলি প্রেম তুলে
চারিদিকে না থাকুক পাহাড়ায় শত ডিঙি
তুমি আমার থাকলে পাশে, ভয় নেই মনে
তুমি হয়ো ডিঙির মাঝি-আমি হবো যাত্রী
তুমি হয়ো প্রেমের মাস্টার-আমি হবো ছাত্রী।
চলো বিকেলটা কাটিয়ে দেই জলের বিছানায় বসে
জলে হাত ছুঁয়ে দিলেই দেখবে-ভাল লাগার শিহরণ
আচ্ছা তুমি কি সাঁতার জানো? না জানলে তো বিপদ।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।