=মায়াময় গ্রাম=
- কাজী ফাতেমা ছবি
নি:শ্বাস টেনে নেই হীম হাওয়া-আহা কি স্নিগ্ধতা চারিপাশ জুড়ে
দিবাকর হেসে উঠে-মৃদু আলোর কিরণ চোখে আমার
ভেজা ঘাসের ডগায় ডগায় শিশির বিন্দু
কুয়াশার আবরণ ভেঙ্গে গুঁড়িয়ে আমি দাঁড়াই ধলাই নদীর তীরে।
চুপচাপ নিস্তব্ধ প্রকৃতি, ঘুমিয়ে আছে গ্রাম
ঘুমিয়ে আছে পাতা'রা, মর্ত্যে নুয়ে
জেগে উঠবে ওরা সব-
দিবাকর জানিয়ে যায় সে আসছে আলো নিয়ে।
এই যে মুগ্ধতা-এই যে স্নিগ্ধ প্রহর সে আর কোথা পাই বলো!
ছায়াঘেরা সবুজ এক একটি গ্রাম যেনো-
আমার দেশের মায়াময়ী ছায়াময়ী সুখের মুখোচ্ছবি।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।