=দুধ সাদা ফুল দাও না এনে=
- কাজী ফাতেমা ছবি

দুধ সাদা ফুল দাও না এনে-নাকফুল পরব নাকে
কেমন জানি সুর উঠেছে-আমার হৃদয় বাঁকে....
শাখে বসে গাইছে পাখি-মিষ্টি মধুর সুরে
ছন্দগুলো উঠছে আহা-বক্ষ আমার ফুঁড়ে।
এলোমেলো বইছে হাওয়া-খাঁখাঁ বিরানভূমি
মূলাফুল রঙ শাড়ী আমায়-দাও না কিনে তুমি।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।