=আমি আকাশ হয়ে যাই=
- কাজী ফাতেমা ছবি

আমি আকাশ হয়ে যাই, তুমি দেখতে যখন চাও-দেখো
তাল পুকুরের পাড়ে বসো-
জলের আয়নায় দু দন্ড ক্ষণ, তোমার দৃষ্টি তাক করে রেখো!

কি! দেখতে পাচ্ছো আমায়-তুমি মাথা নেড়ে না বলো না
তখন আমি শুভ্র মেঘ হয়ে যাই-মেঘের ছায়া জলের আয়নায়.....
বলো না আবার বৃষ্টি হয়ে গলো না।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।