=চলো বিকেলের কোলে বসি গিয়ে=
- কাজী ফাতেমা ছবি
গোধূলিয়ার রঙ মেখে সেজে আছে আকাশ, এসো এখানে খানিক'টা বসি
শুনো, দিবাকর ডুবে যাবে চোখের পলকে-ডুবে যাওয়া দিবাকরের আকাশ'টা চষি
নীল মেঘ দিয়ো-না আর মনে-সে-তো আকাশের বুকের ধন
চেয়ে দেখো আকাশের কপালে লাল টিপ-আমারও এমন আনচান করে মন।
দাও না এনে লাল টিপ-পরিয়ে দাও কপালে আলতো
ভেবো না তুমি মনে গোপনে-মুখ বেঁকিয়ে বলো'না যত্তসব ফালতু।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।