=চলো ঘুরে আসি সবুজে=
- কাজী ফাতেমা ছবি

এই চলো না, ঘুরে আসি-দেশের সবুজ প্রান্তরে-যাবে?
যেথায় গেলে শান্তি পাবে-তুমি বাপু খুব বদলাবে!
স্বচ্ছ ঝিল'টা ভরা শাপলায়- সবুজ বরণ জল
আর করো-না আমার সাথে -তুমি একটু ছল।
ঝিলের পাড়ে মিষ্টি হাওয়া-উথাল পাতাল বইছে
বুনোফুল'রা হেসে হেসে-কি যেনো কি কইছে।
হাত বাড়িয়ে ডাকছে দেখো-সবুজ পাহাড় দূরে
গাইছে পাখি গাছে গাছে-আহা মধুর সুরে।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।