=আমায় নিয়ে যারে মাঝি=
- কাজী ফাতেমা ছবি

পাল ওড়াইয়া যাস রে মাঝি-এপাড় আমায় থুইয়া
কষ্ট উথলায় বুকের ভিতর- জল পড়ে চোখ চুইয়া
ছলাৎ ছলাৎ ঢেউয়ে ঢেউয়ে- সীমা ছাইড়া গেলা
তোমার পথে চাইয়া মাঝি-গেলো বইয়া বেলা।
পানের খিলি হাতে নিয়া-বইসা আছি পাড়ে
ওরে পাখি দিস্ রে খবর-যদি বা পাস্ তারে।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।