=মন খারাপের দিন=
- কাজী ফাতেমা ছবি
১০। তোমার মনের মতই আজ আমার আকাশ বিবর্ণ
মন খারাপের দিনগুলো আমার চারিদিকে ঘূর্ণ,
ঐ-তো ছায়ায় ঘেরা দূর্বাঘাসের গালিচা-খাঁখাঁ রোদ্দুর
তুমি পড়ে আছো সাত সমুদ্দুর তেরো নদীর ওপাড়ে বহুদূর
শুদ্ধু অক্সিজেন সে আর কই, কাছে থেকেও আছো দূরে
বুঝি না, কাটিয়ে দিচ্ছো নিশ্চিন্তে একেকটা দিন কিসের ঘোরে!
ভালবাসা হারাবে তুমি-স্বস্তির ছায়া সরে যাবে মাথার উপর
বিতৃষ্ণার রোদ্দুর বুকে চেপে ধরবে-
তোমার দিনরাত একেকটি উদাস দুপুর।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।