=মন প্রজাপতি=
- কাজী ফাতেমা ছবি

মন হয়ে যায় প্রজাপতি-উড়ি ফুলোবনে
স্নিগ্ধ আলোর লুকোচুরি-সুখের হাওয়া মনে।
ফুল হয়ে যাও, নয়'তো পাতা-দেখা হবে দু'জন
বসবো উড়ে মনের শাখে-প্রেমের কুহু কুজন।
সুজন হবে তুমি আমার-আমি তোমার সখি
ফাগুন দিনে প্রেমের হাওয়া-মন মাঝে দেয় উঁকি।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।