প্রকৃতিতে_মন_রাখো
- কাজী ফাতেমা ছবি
ধানের পাতায় পাতায় শিশিরের ফোঁটা
সবুজের সজীবতায় মুগ্ধতা ঝরে সারাবেলা।
এক স্নিগ্ধ বিকেলের প্রান্ত ছুঁয়ে আসি,
ক্ষেতের আলে বসে মুগ্ধতায় রাখি দৃষ্টি
যেথায় লাল পোকাদের বসেছে মেলা
লাল পিরান গায়ে, ইচ্ছে স্বাধীন ওরা
ঘুরে বেড়ায় পাতায় পাতায়।
ধানের হলুদ সবুজ শীষে ওরা বানিয়েছে শান্তি সুখের নীড়
ভালো লাগে আমার এবেলা-একটি বসন্ত বেলা
ওদের ভালোবাসার বাড়িতে মৃদু হাওয়ার দোলা
ওরা দুলে প্রেমে ভালোবাসায় খেয়াল খুশিতে।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।