ও_আমার_দেশের_মাটি
- কাজী ফাতেমা ছবি
এই যে আমার দেশের মাটি-গাছে তরুলতায় তার রূপবাহার
এখানেই গা ঘেঁষে আছে দাঁড়িয়ে সবুজ উঁচু পাহাড়,
নদীর জলের ঢেউয়ে ঢেউয়ে টেংড়া পুটির হাসি
ও বাংলা মা তোকে বড্ড ভালবাসি।
চিরচেনা ধূলো মাটি-সোঁদা গন্ধে আকূল প্রাণ
এখানেই সুর তুলে গাই
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" গান।
বটের ছায়ায় আহা কি মায়ায় ঘিরে আছে বাংলা মায়ের কূল
এখানেই গাছে রশি বাঁধা দোলনায় সুখেতে খাই দুল।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।