চলো_ঘুরে_আসি_মেয়েবেলা
- কাজী ফাতেমা ছবি
এখানেই উপুর হয়ে আছে আমার একেকটি উদাস দুপুর
স্মৃতির নুপূর বাজিয়ে যায় সময়,
স্মৃতিগুলো উপুর হতে চিৎ করলেই-আমি হারিয়ে যাই সেই-সেইবেলা,
সেই শিউলী প্রভাত, ধূলোবালি মাখা মেঠোপথ
ক্ষেতের আলে লকলক করে বেড়ে উঠা সবুজ ঘাস
সেই ঘোলা পানির হাঁসদের সাঁতার কাটা ডোবা
সেই স্বচ্ছ জলের পুকুর-
যেথায় জল আয়নায় ঝুঁকে পড়তো এক আকাশ নীল সাদা মেঘ।
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।