অন্যের_জমির_দখল_ছেড়ে_দাও
- কাজী ফাতেমা ছবি

কতটুকু জমিন পাবে বেলাশেষে?
এক বিঘা দুই তিন চার বিঘা?
কতটুকু জায়গায় ঠাঁই হবে শেষে
কোন সে বিছানায় শোবে গিয়ে বল?
এই যে এত হল্লা জীবন নিয়ে-জমি নিয়ে
নি:শ্বাস টেনে ছেড়ে দেবে! সে ভরসা কোথাও পাও?
যদি না চান তিনি-আমার মহান রব,
আল্লাহ সুবহানাহু তা'আলা!

কিসের অহমিকা মনে পুষো তোমরা
জমি দখলের দম্ভসীমা পার হতে হতে ভুলে যাও
তোমাদেরও বুকের বামে এক অচীন ময়না পাখির বাস,
বুকের খাঁচায় কারে পুষো-ওরে দাম্ভিক মানুষ!


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।