কলমি_রঙ_শাড়ী_চাই
- কাজী ফাতেমা ছবি

কলমি ফুলের রঙের একটা, কিনে দিবি শাড়ি
হালকা রঙ গোলাপী শাড়ি,আসবি নিয়ে বাড়ি?
সবুজ রঙের পাড়ের মাঝে, সূঁচ ফুটানো সূতা
কারুকার্য হবে শাড়ির, না হয় য্যান্ অন্যথা!
চুড়ি কিনিস মেজেন্ডা রঙ, সাথে বেলীর মালা
শোনছিস্ মারিস না তুই,কানের মাঝে তালা!


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।