চলো_হারাই
- কাজী ফাতেমা ছবি
চলো ভাসি আজ ভালবাসার হাত ধরে
উদাস দুপুর রাঙিয়ে দেই প্রেমানুভূতির রঙ দিয়ে
হোক ভালবাসা দিবস কি মন্দ বাসার দিবস
তাতে আমাদের কি বলো!
আমরা ভালবাসি-আজ কাল পরশু কিংবা
বাসব অনন্তকাল পর্যন্ত!
শুনো, খুই হইচই মুহুর্ত মনের ঘাটে এসে ভিড় করেছে
উছলে উঠছে ক্ষণে ক্ষণে প্রেম ঢেউ,
সবাই বলাবলি করছে-ফাগুন এসেছে-
রেঙেছে শিমুল অশোক বন
আর সাথে নিয়ে এসেছে একটি মাত্র ভালবাসার দিন!
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:০২
০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।