গোলাপ কাব্য-১-২
- কাজী ফাতেমা ছবি
০১। তোমার মন যদি কখনো এলোমেলো হয়, বিষাদ জমা হয় চোখে, মন হয় বিষণ্ণ অথবা সময়গুলো তোমার পাথর হয় খুব, তুমি এসো গোলাপ ফোটা বাগানে। যেখানে বাতাসে দোল খায় মুগ্ধতা, গোলাপের পাতায় আটতে থাকে রাজ্যের স্নিগ্ধতা-তুমি হারাবে ঠিক ঠিক, কোথায় উড়ে যাবে সব ক্লান্তি তুমি টেরই পাবে না।
২। গোলাপী আভাতে ছড়িয়ে আছে কিছু মুগ্ধতা, আঙ্গুল ছোঁয়ালেই ঝরে পড়ে শুদ্ধতা। মনটা শুদ্ধ হোক তোমার, প্রকৃতির এমন রঙে। গোলাপের পাতায় পাতায় আঁকা যেনো শত কবিতা। একটি কবিতা তুলে দিতে চাই তার হাতে, যে কী না অবহেলায় রাখে সদা দূরে আমায়।
১০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।