গোলাপ কাব্য ৮-১০
- কাজী ফাতেমা ছবি
৮। সবুজের মধ্যিখানে রক্তবর্ণ গোলাপ, আমার স্বাধীন পতাকা, হাওয়া এলেই দুলে উঠে স্বাধীনতার সুখে। আহা সবুজের বুকে লাল সে থাকবেই চিরকাল।
৯। রঙ বাহারী গোলাপ বাগে, ভ্রমর হয়ে এসো, আমায় নিয়ে সুখের ঠেলায়, ডুব সাতারে ভেসো।
কলি হবো গোলাপ বাগের তুমি হয়ো মৌমাছি, খেলবো দুজন প্রেমের ছলে রুমাল বেধে কানামাছি।
১০। অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছি সেই কবেই, গোলাপী আভার মুখ বিষাদে হলো নীল। তুমি খুঁজলে না আমার অভিমান, আমি যেনো চুপসে যাওয়া গোলাপের পাপড়ি। ধূলায় মিশে যাবো তবুও তুমি বুঝবে না আমায়।
১০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।