আমার_গায়ের_ধূলোমাটি
- কাজী ফাতেমা ছবি
আমার গায়ের ধূলো মাটি-শিশির ভেজা দূর্বাঘাসে
পিঁপড়া ফড়িঙ প্রজাপতি-কিংবা বসে রোদ্দুর হাসে।
আমার গায়ের তরু লতা -বৃষ্টি ভেজা সবুজ পাতায়
টলমলে জল মুক্তোর দানা-বসে থাকে ঘাসের মাথায়।
আমার গায়ের বটের ছায়ায়-বাঁশি বাজায় রাখাল ছেলে
বটের ডালে কোকিল জোড়া-সুখের তরে পাখনা মেলে!
কুহু সুরের পাগল হাওয়া-আমার গায়ের আকাশ জুড়ে
ফুটে থাকে শিমুল অশোক-শিউলি ফোটা আলোর ভোরে।
১০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।