রক্ষা কবজ
- নাহিদ সরদার
ভাত ধরতে এসে ঘুরি বিবিধ শহর।
দিনান্তে কে- যেন!
ডাক নাম ধরে ডাকে ;
আঞ্চলিক ঘ্রাণ পাই নাকে।
"এইতো আসতিছি"
প্রতি উত্তরে বলি।
রূপসার রূপসী দর্পণে ভেসে ওঠে
অস্তিত্বের অবয়ব।
খুলনার কাক হয়ে ঘুরি-
শহরের অলি-গলি, রাস্তা, দোকান, বেলকনি,
খুঁটে - খুঁটে খাই অজস্র ছড়ানো মায়া।
অতঃপর,
ফিরে যাই
পল্লীর গতরে,
খুঁজে পাই নাভির কবর-দেখি।
সুন্দরবন হাতে বসে আছেন মা।
রক্ষা কবজ আমার।
১১-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।