=দালাল=
- ফয়েজ উল্লাহ রবি
এই যে তোমাদের আস্ফালন হুঙ্কার
চৌদ্দ জনের যে বিশাল বড় জনবল অহংকার
এই দেশ কি তোমার বাপ-দাদার?
রাষ্ট্রের নাকে বসে করেছ মৃত্যু উল্লাস
বানাতে দানব ফ্যাসিবাদের বীজ বুনেছ আগে
ঘুমই ছিলো এই জাতীর বীর সন্তান
রক্ত জুলাই দিয়েছে সাহস! 'মরে গিয়েছি ভুলে মৃত্যুর ভয়
এই জাতী আর কভু থেমে থাকার নয়!'
এখনো সময় চুপ থাকো; ভালো হয়ে যাও,
না হয় দেশ ছেড়ে পালিয়ে যাও।
আমরা এখন একতায় থাকবো সবাই সততায়।
শকুনের থাবা, চলবে না আর কারো দাবা
জনগণই করবে ঠিক; কে হবে আগামীর নাবিক
মুক্ত স্বাধীন স্বদেশ সবার যাদের মনে দেশেই টান
ভিন ভূমে প্রেম দালাল হাজার; হবে না আর তোদেরই স্থান-
এক ঠিকানা এটাই মান। ঐ যে গোরস্থান।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫
১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।