ভালোবাসা ডটকম
- ফয়জুল মহী

আমার একটা চুমা পাওনা তোমার কাছে
ডাক বাংলার সেই ছোট্ট বাসায় তোমার আমার বসবাস,জানালার পাশে সজনি গাছ
হলুদ পাখি দেখতেই তুমি সটকে গেলে।

সেটা তবে নব্বই দশকের পুরাতন কথা
সীথি বরাবর কপালের কাঁটা দাগ
খোঁজ আমার অনন্তকাল ।

অপেক্ষা আর অপেক্ষা বয়স তো শেষ
পুরুষ আমি তাই প্রেমিক হয়েছি
পুরুষত্বহীন ধর্ষক নয়।

গন্ধরাজ আজ শুকনো গন্ধহীন
চারিদিকে রব হ্যাং দা রেপিস্ট
সত্যিই পুরুষ বহুরূপী নরকের কীট ।

সংসারনীতি সমাজনীতি এবং রাজনীতি
সব নীতি দিয়ে শিকল দিয়েছি তোমার চরণে
তারপরও জন্মেই আমাকে তুমি হত্যা করোনি
ধন্যবাদ ভালোবাসা ডটকম হে রমণী ।


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৩-২০২৫ ২৩:৩৪ মিঃ

"যে প্রেম দুঃসহ, সে-ই প্রেম অনিঃশেষ,
গন্ধহীন ফুলে লুকায় পুরুষের লোভেশ।"

কবিতাটি প্রেমের নিঃস্বার্থ আকাঙ্ক্ষা ও সমাজের বিকৃত পুরুষত্বকে নির্মম ব্যঙ্গ করে। প্রেমিকের অপেক্ষার আড়ালে সমাজের হিংস্র রূপ প্রকাশ পায়, যেখানে ভালোবাসা শৃঙ্খলে বাঁধা।

"পুরুষ আমি তাই প্রেমিক হয়েছি, পুরুষত্বহীন ধর্ষক নয়।"

শ্রদ্ধেয় কবি, আপনার সাহসী কলম সমাজের অন্তর্নিহিত বিকৃতি প্রকাশ করেছে। আপনার "ভালোবাসা ডটকম" আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে।

"ভালোবাসা শৃঙ্খলে নয়, স্বাধীনতায় জেগে থাকে!"

ফয়জুল মহী
২২-০৪-২০২৫ ০৫:৩৫ মিঃ

ভালোবাসা আপনার জন্য বিনীত ধন্যবাদ