» বৃষ্টি ভেজা অনুভূতি অথবা বৃষ্টি কাব্য ৭-৯
- কাজী ফাতেমা ছবি

৭। পাপড়ি জুড়ে বৃষ্টির ফোঁটা, স্নিগ্ধতারই প্রহর
ছুঁয়ে দিলে সুখ শিহরণ, আমার মনের শহর।

৮। সবুজ পাতায় মুখ লুকিয়ে, কাঠবেলীরা হাসে
বৃষ্টি এসে ঝাপটে ধরে, খুবই ভালোবাসে,
ঝরা ফুলরা জলের ছোঁয়ায়, হয়ে উঠে তাজা
উঠলে রোদ্দুর দেবে শেষে, ফুলকে অথৈ সাজা।

৯। আল্লাহ তা'লার রহমত অতি, বৃষ্টি এলে ধরায়
ফুল আর পাতা তাই বুঝি তাই, বৃষ্টি বুকে জড়ায়।
বৃষ্টির ছোঁয়ায় পাতা তাজা, ধূলোবালি মরে
শুকনো মাটি বৃষ্টির জলে, উর্বরতা গড়ে।


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।