আহ্বান
- শাওন সারথি

কাননে ফুটিয়াছে গোলাপ কণ্টক সহ
বলিলাম এই হৃদয়েরে তুমি কিছু কহ।
ও পাড়েতে চাঁপা, যুঁই চামেলি ফোটে
সুমন্দ পবনে মাখা ঐ গন্ধ ছোটে,
বলিলাম ওহে লাল কালো সাদা গোলাপ
তব ফিরিয়া চাও এই হৃদয়ের আলাপ।
গোলাপ কহিল মোরে এ নহে মোর মুরতি,
করি হৃদয়ের বেচাকেনা পৌরুষ হৃদয়ের আরুতি।
বলিলাম এই হৃদয়েরে তুমি কিছু কহ,
এতো বেদনা নীল একা তুমি কেন সহ?
গোলাপ কি জানে তব হৃদয়ের বারি ধারা?
শূন্য কাননে উড়ে কত প্রজাপতি বাঁধন ছাড়া!
হৃদয় তবুও নিশ্চুপ থাকে তব গোলাপ পানে চাহি।
বলিলাম আবার এই ভয় নাহি,
কন্টক ফুটিবে গায়ে ঝরিবে রক্ত প্লাবন!
এই আঁখিতে দেখো আছে অজস্র শ্রাবণ।
যে কথা বলিবার এই হৃদয় জানে
চিৎকারে তা শুনাও ঐ গোলাপ পানে।
তাহাতে ক্ষতি কি যদি জানে এই হৃদয়ের আপন কেহ?
আর সব পিষে যাক ঐ শিমুল চাঁপার দেহ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।