আহা প্রেম!
- কাজী ফাতেমা ছবি

ইনবক্সের প্রেমের আর কী বিশ্বাস বলো
এসব ধুচ্ছাই বলে উড়িয়ে দেই হরহামেশা
অথচ
সারাদিন ডেকে যাও প্রিয় প্রিয় বলে.....
একাকিত্বের পাল তুলে যে একলা নদীতে কাটো সাঁতার
সঙ্গী হতে ডাকো প্রাণখুলে।

এসব ছাইফাঁস আবেগী জলধারা কথন,
ফুটো প্রেমের কলস সব ঠেলে ফেলে দেই বুড়িগঙ্গার জলে,
ডুবে মরো গে!

বোকা সেজে প্রেমের ফুলঝুড়ি উড়াও ইনবক্সের ডাকবক্সে-
ফাঁদে ফেলতে প্রানান্তর চেষ্টা-আহা!
আমি ফাঁদ ছিড়ে দেই অনায়াসে,
পিছিয়ে আসি চল্লিশ কদম,বুঝি সবই বুঝি
তোমাদের এমন প্রেম,কেবল কামাতুর তৃষ্ণা
এসব পায়ে দলে হেঁটে যাই নির্দ্বিধায়।

আমাকে ঠকাতে এসে ঠকে যাও,তবুও প্যান প্যানানি!
জ্বালা ধরা সময়গুলো বড্ড বিদঘুটে
কেটে যায় দেখা না দেখার ছলে।

অত:পর
একদিন ভুলে যাও অনায়াসে
বাসর সাজিয়ে, উল্টো পথে হেঁটে যাও...
আমি দেখি,সবই দেখি আর মুচকি হাসি,
যাক্ বাবা ফাঁদে পড়লে যে, শেষে নিজেই...
এবার প্রেম খাও ভালোবাসা খাও,
আবেগের ছটপটানিতে গড়াগড়ি খাও বিয়ের বিছানায়।

এসব নাক ছিটকিয়ে দূর হ দূর হ বলে
ফেলে দেই পিছনে-অতীত হোক সব।
ভাল্লাগে না এসব,আমাকে প্রাণখুলে লিখতে দাও এবার,
শব্দ ছাড়া কারো সাথে প্রেম নেই আমার;
কবিতার আলিঙ্গনে আমি, বড্ড সুখি আজ।
June 19, 2018 at 4:19 AM


সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪০


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।