আমার_দেশ_আমার_অহংকার
- কাজী ফাতেমা ছবি

ছুঁয়ে দিলেই স্নিগ্ধতা ঝরে পড়ে,
ধানের পাতায় পাতায় কেবল ভোরের শিশিরের খেলা
সাঁই সাঁই হাওয়া এসে কাঁপিয়ে দেয় ধানের শিষ'দের,
মুগ্ধতাগুলো এখানেই ঝরে পড়ে
আর আমার চোখে থাকে সেঁটে।

চোখের ক্যানভাসে এঁকে রাখি সবুজ রঙ প্রলেপে
আমার দেশের পতাকা,
এখানেই ধানেরা দুলে স্বাধীনতায়-সবুজের বুকে উঁকি দিয়ে,
আর সবুজ পাতার বুকে লাল ফড়িঙ উড়ে বসে স্বাধীনতায়,
ক্ষেতের আলে বসে, নাক টেনে শ্বাস নেই স্বস্তির।

আমার আর কি চাই, দু'চোখ জুড়ে বিস্তির্ণ সবুজ ভূমি
সাদা বকের ওড়াউড়ি, আর ঘাস ফড়িঙদের নাচন
এখানে ব্যাঙের সুর আর ঝিঁঝিদের ডাক
কোকিলের কুহু কুহু সুর, আহা ভুলে যাই বিত্ত বৈভব প্রাচুর্য্য,
শান্তির বুকে মাথা রেখে ভুলে যাই ক্লান্তি
চোখে মুগ্ধতা রেখে-আনমনে উঠি, সুখে হেসে।

কে জানে কত ঘাম ঝরেছে-সবুজের বুকে সোনা ফলাতে,
চৈত্রের রোদ্দুর কত কৃষকের পিঠে এঁকেছে ঘামের মানচিত্র
কত কৃষানী এখানেই নিয়ে এসেছে হাতে করে দুপুরের খাবার,
ক্ষেতের আলে বসে, কত কৃষক স্বস্তিতে-
পেটে পুরেছে এ জমিন থেকেই উৎপন্ন রিযিক!
আহা কত ভ্রান্তি এখানে এসে থেমে যায়,
ভালোবাসি আমার দেশ-সবুজ শ্যামল এই প্রকৃতি
আমার গর্ব আমার অহংকার আমার দেশ।

এইতো বেঁচে থাকার উৎস,
আল্লাহর দেয়া রিযিকের দানা, কে অস্বীকার করতে পারে প্রভু
তোমার এক একেকটি নেয়ামতের কথা,
তুমি চাইলেই জমিন পুড়ে খাক করে দিতে পারো-
আবার বৃষ্টির জলে উর্বর করে দিতে পারো আমার সোনার ভূমি,
ভালোবাসি তোমার সৃষ্টির সব নেয়ামত।
০৯-০৪-২০১৮


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।