শুনো_আমার_টিয়া_পাখি
- কাজী ফাতেমা ছবি
রেগে গেলে আমায় নাকি-লাগে সুন্দর অতি
শুনে তোমার এমন কথা-হলাম প্রজাপতি।
প্রজাপতি মন যে আমার-উড়ে ঘুরে হাওয়ায়
দেখো তুমি মনোযোগে-বসে দখিন দাওয়ায়।
প্রজাপতি হতে হতে-মন হয়ে যায় পাখি
পাশে উড়তে মন বাড়িয়ে-যাচ্ছি তোমায় ডাকি!
উড়বে নাকি আমার সাথে-টিয়া পাখি শুনো
তোমার বুকে চুপিচুপি-কার স্বপ্ন যে বুনো?
রাগ করো-না পেঁচামুখো-তাকাও চোখে চোখে
ঠাঁয় তাকালে পাগল হবে-ধাক্কা লাগবে বুকে!
ভয় পেয়ো-না, ভালবাসি-তৃষ্ণায় কাতর অধর
দূরে ঠেলে দিলে আমায়-বুঝলে না প্রেম কদর!
একটি ডালে বসে চলো-প্রেমে দুদ্যোল দুলি
তুমি আমার রঙ হবে গো?-আমি রঙের তুলি!
তুলির আঁচর আঁকব বুকে-ভালবাসার ছবি
আমার চোখে বিশ্ব দেখো-লাগবে সুন্দর সবই।
পাশাপাশি বসে আছো-মুখে মেরে তালা
পরাও আমায় একটু ঘুরে-ভালোবাসার মালা।
১১-০২-২০১৮
১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।