ভাঁটফুল_জীবন
- কাজী ফাতেমা ছবি

ভাঁটফুলেরও কি ঘ্রাণ আছে! মিষ্টি কি তিতে!
তবুও মেঠোপথ জুড়ে ওরা সাদা আলো জ্বালিয়ে চোখ দেয় ধাঁধিয়ে
এখানেই যেনো গাঁথা আছে আমার জোনাক জ্বলা প্রহর,
ভেজা মাটির পথগুলোতে উঁকি মেরে মেরে ওরা চুপ দাঁড়িয়ে
সুন্দর বিলিয়ে ঝরে পড়ে পাপড়ি-লাল টুকটুকে ফল
পাতায় পাতায় বাসা বাঁধে জোনাক পোকার দল।

দূর্বাঘাসের বিছানায় ভাঁটফুলের জীবন শুরু
ফের অবসান তাদের এখানেই-
দূর্বাঘাস সাক্ষী হয়ে রয়-আর জোনাকরা,
জোনাক'রা ওদের বুক খেয়ে খেয়ে ঝাঁঝরা করে দেয়
ভাঁটফুলের জীবনে নেমে আসে অমানিশা,
অথচ রাতে জ্বলো নিভু আলো দিয়ে জোনাকরাও মন মাতিয়ে রাখে
কে আর মনে রাখে ভাঁটফুলের করুণ কাহিনী।

জীবন যেনো আমার ভাঁটফুল-
ফুটে থাকি কখনো-কখনো ঝাঁঝরা হয় বুক-কথার বুলেটে কারো।
বিলিয়ে দিতে গিয়ে, ঠকেছি অনেকবার-
আর জোনাক'রা মনের শাখে বসে বসে খেয়ে নেয় উচ্ছ্বাসের নির্যাস
আমি চুপসে যেতে যেতে, ফের উঠে দাঁড়াই
না-না, আমি আর ভাঁটফুল জীবনে জড়িত নই
কথার বুলেট বুমেরাং হয়, ফিরে যায় জোনাকদের বুকে-
আমি হেসে উল্লাসে পথ চলি-ভাঁটফুল আমি-ঠোঁটে হাসি
ফুটে থাকি সুখের পাতায় পাতায়
এই তো জীবন-এই তো বেঁচে থাকা।
০৫-০৪-২০১৮


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।