ভালোবাসি_প্রভু_তোমার_সৃষ্টি
- কাজী ফাতেমা ছবি
জল আয়নায় ক্লান্তি ছেড়ে দিয়ে আমি শান্তি কুঁড়াই
এই শহরের ইট সুড়কির পথে হাঁটলেই রোদ্দুর আমায় পুড়ায়-
খুব পুড়ায়-ঠিক দুপুর যখন!
আমি তখনো হেরে যাই না, ঝরা পাতায় চোখ রেখে মুগ্ধতা ছুঁই।
কষ্টগুলো ঝেড়ে ফেলে-গাছের ছায়ায় পথিক হই
আর আমার প্রভুর সৃষ্টির সুন্দর উপভোগ করি নি:শ্বাস টেনে।
এই যে চোখের আলো-আল্লাহ তোমার দান
দৃষ্টিতে দিয়েছো আলো-আর এই প্রকৃতি জুড়ে দিয়েছো মুগ্ধতার রঙ
কি করে বলো চোখ ফেরাই নিরস বদনে!
নীল আকাশ করে দাও কখনো বিবর্ণ
কখনো ভরে দাও নীলে
আবার কখনো শুভ্র মেঘেদের ছেড়ে দাও আকাশের বুকে!
এই ফুল-এই যে পাখি উড়ে আকাশ ছুঁয়ে
ফুলে ফুলে মৌমাছি,
ভ্রমরের গুঞ্জনে এত সুখ ছুঁয়ে আছে মনের অলিগলিতে-
কি করে বলো প্রভু তোমার সৃষ্টির সুন্দর হতে হই বিমূখ!
আমি আর কষ্টে হই না আচ্ছন্ন-ক্লান্তি ধুয়ে নিয়ে যায়
তোমার দেয়া শান্তির এক ঝাটকা হাওয়ার তোড়ে।
এমন জল ভরা দীঘিতে শুভ্র বকের দল আর
এমন প্রকৃতি করেছো দান,
কি করে বলো হে আমার প্রভু-বিতৃষ্ণায় চোখ ফেরাই তোমার সৃষ্টি হতে।
গাছের পাতায় তরু লতায় সবুজের সজীবতা
খাঁখাঁ রোদ্দুর উত্তাপে আর চোখ পুড়ায় না......
দুপুরের গা ঘেঁষে বসে আমি সব ক্লান্তি-ভ্রান্তি ছুঁড়ে ফেলে দেই জলের আয়নায়।
ভালোবাসি প্রভু তোমার সৃষ্টির সকল সুন্দর-শোকর গুজার তোমার তরে,
মুগ্ধতা চোখে নিয়ে তবে ছেড়ে যেতে চাই এই রঙ দুনিয়া-
যদি তুমি আমায় ভালোবাসো।
১৫-০৩-২০১৮
১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।