হলুদ_ফুল_বন্দনা
- কাজী ফাতেমা ছবি

সূর্যমূখী নোস কি-রে তুই -যেনো সূর্যমূখী
হেসে থাকিস ঠাঁয় দাঁড়িয়ে-মুখটি করে সুখি।
হলুদ রঙের শাড়ি পরে-সেজে থাকিস হেসে
যায় না থাকা তোকে বাপু-ভালো'টা না বেসে।
খয়েরি টিপ কপালেতে-হলুদ চুড়ি হাতে
সূর্যমুখী কন্যারে তুই-ফুটিস কি রোজ প্রাতে?
নাম দিলাম তোর হলুদ কন্যা-হলুদ বরণ রঙে
থাকিস সেজে রোজ বিকেলে-চোখ বাঁকিয়ে ঢঙে।
কি আনন্দ মনের মাঝে-হলুদ ফুলের ছোঁয়া
ফুলে ফুলে বনারণ্যে-মন আমার যায় খোঁয়া।
সূর্য যেমন হলুদ আলো-ধরা জুড়ে ছড়ায়
সূর্যমূখী ফুলও তেমন-গায়ে হলুদ জড়ায়।
ভালোবাসি হলুদ ফুলের-পাপড়ি ছুঁয়ে দিতে
ইচ্ছে লাগে রঙ হলুদে-বাঁধি চুলের ফিতে।
একটি ফুলের হাজার পাপড়ি-মনের রঙও হাজার
চোখের কোণে আজ বসেছে-হলুদ ফুলের বাজার।
১৬-০৪-২০১৮


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-০৩-২০২৫ ১৫:৩০ মিঃ

অসাধারণ লেখনি

কাজী ফাতেমা ছবি
১৮-০৩-২০২৫ ০৯:৪৭ মিঃ

জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে