এসো_বসি_সভ্যতা_ছুঁয়ে
- কাজী ফাতেমা ছবি
দু'দন্ড শান্তি না হয় এখানেই পেয়ে যাই-
দৃষ্টিতে মুগ্ধতা না থাকলে সব রঙ বিবর্ণ ছাই,
বিকেল ছুঁয়ে চলো বসি শান বাঁধানো ঘাটে
জলে পা ডুবিয়ে-ছুটি দিয়ে সকল কর্ম পাঠে!
ব্যস্ততার নাও খানা দাও ডুবিয়ে দাও এবেলা
মুগ্ধ প্রহর আসে না হরপল-করো না অবহেলা।
মুগ্ধ হয়ে তাকাও
মনে এক লহমা সুখ আঁকাও
বন্ধ চোখে দেখো তুমি আমি ফিরে যাই সেই সভ্যতায়
এখানে নেই আমি তুমি-সেই সেই রাজকুমার তুমি
বেঁধে রেখেছো আমায় প্রেম সূতায়!
মাথায় মুকুট-গায়ে রঙবাহারী পোষাক
উড়ে মনে সুখ কইতর-সাদা ঝাঁক ঝাঁক।
ধরে নিয়ে হাত বলেছিলে-ছেড়ে দিবো না হাত
থেকে যেতে চাই রাজকুমার আমি এই সভ্যতায় তোমা সাথ!
কল্পনা কি তোমার বাপু নেই ধাতে
যেতে পারো কল্পলোকে তুমি আমার সাথে?
না হোক কল্প লোক, না হোক সভ্যতা অন্য
পাশ ঘেঁষে বসলে খানিকটা হই আমি ধন্য।
এসো গোধূলিয়া তক কাটিয়ে দেই সভ্যতা ছুঁয়ে
স্বচ্ছ জলের দীঘিতে সকল ক্লান্তি ভ্রান্তি দেই ধুয়ে!
০৪-০২-২০১৮
১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।