আবোল তাবোল ইচ্ছে
- কাজী ফাতেমা ছবি

লাল ফড়িংয়ের দেশে লো-নীল ফড়িংয়ের দেশে
কে কে যাবি সঙ্গে আমার-আয় না হেসে হেসে লো
আয় না হেসে হেসে!
সবুজ ঘাসের ডগায় ডগায়-ফড়িং বসে রোদ পোহায়
বুনোফুলের ঘ্রাণে মাতাল-কি মায়াবী মোহ হায়...
যাই ভেসে যাই সুখে লো
আমি যাই সুখে যাই ভেসে।
এই যে আমার সোনার দেশে বৃক্ষ তরুর ছায়ায়
সুখাবেশে ধরে রাখে খুব মায়ায় লো
রাখে ধরে খুব মায়ায়।
যাই ভেসে যাই মোহাবেশে।
হলুদ ফড়িং তিড়িং বিড়িং যায় নেচে যায় ঘাসে
তাই না দেখে প্রজাপতি সব হাসে লো
প্রজাপতি খুব হাসে
কি-যে এক মুগ্ধতা আমার সোনার দেশে লো
কি যে মুগ্ধতা মাখা সোনার দেশে।
ফড়িং হবি কে কে যাবি-সঙ্গে আমার আয় না
উড়বি তোরা ফাগুন হাওয়ায়-তা কি আর মন চায় না
চায় না মন থাকুক সুখের রেশে?
তোরা যাবি ফড়িংয়ের দেশে লো
যাবি লাল ফড়িংয়ের দেশে
আয় না হেসে হেসে তোরা
আয় না হেসে হেসে
চল্ দলবেঁধে যাই ফড়িংয়ের দেশে।।
০৬-০৩-২০১৮


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।