=দুধ সাদা ফুল এনে দেবে?=
- কাজী ফাতেমা ছবি

দুধ সাদা ফুল এনে দেবে, দেবে খোঁপায় তুলে
সাদা বেলী দাও পরিয়ে, এনে আমার চুলে?
চন্দ্র মল্লিকা ফুল দেবে, ফুলদানিতে রাখবো
তোমায় নিয়ে শুদ্ধ রঙে, সুখের স্বপ্ন আঁকবো।
হাতের বালা সাদা ফুলে, কানের দুলও সাদা
ঘ্রাণ ছড়ানো ফুল দেবে কী, নাকি দেবে গাঁদা?
চাই না গাঁদা, সাদা ফুলই, দিয়ো আমায় তুমি
ফুল যদি না দাও গো আমায়, মন যে বিরান ভুমি।
দাও পরিয়ে গলে আমার, সাদা ফুলের মালা
বলছো না আর কথা তুমি, ঠোঁটে মারলে তালা?
সাদা ফুলের গুচ্ছ দেবে, সাদা গোলাপ সাথে
নয়নতারা সাদা বেলী, দিয়ো এনে হাতে।
কৃষ্ণচূড়া নয় চাই শুধু, সাদা ফুলের তোড়া
সাদা ফুল দিলেই দেখবে হাসি ভুবনজোড়া।
সাদা ফুলের ঘ্রাণ মাখানো, একটি প্রহর দেবে
ভালোবেসে প্রেমে হেসে, মন কী চুরি নেবে?


১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।