=সাদা শুদ্ধতার প্রতীক=
- কাজী ফাতেমা ছবি
সাদা হলো পবিত্রতার রঙ, সাদা শুদ্ধতারই প্রতীক
দুধ সাদা ফুল দেখলে আহা, মন ভালো হয়ে যায় ঠিক ঠিক।
সাদা ফুলের ঘ্রাণও বেশী, জানেন কী তা অল্প?
সাদা নিয়ে গাঁথা কত কাব্য উপন্যাস গল্প।
সাদা হলো চোখের শান্তি, সাদায় মনও জুড়ায়
সাদা ফুলের গুচ্ছ দেখলে, মনটা যেনো পুড়ায়।
সাদা পড়ে হবে যেতে, বেলা শেষে ভেলায়
সাদাকে রেখো না তোমরা, অল্পবিস্তর হেলায়।
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।