=মনে প্রেম ফুটে না তোমার=
- কাজী ফাতেমা ছবি

ফুলের উপর ভ্রমরা বসে, মধুর মজা লুটে
তোমার মনে প্রেম কলি হায়, একবারও না ফুটে;
হও না ভ্রমর, না মৌমাছি, পাপড়ি ফুলের হও না
আমার সাথে নিরিবিলি, প্রেমের কথা কও না?
কেমন তুমি পাথর মানুষ, বুকে পুষো রোদ্দুর
তোমা পানে ঠাঁয় তাকালে, তৃষ্ণাতে বুক দু্দ্দুর।
চোখের পুষো একটা সূর্য, বুকে পুষো আগুন
তোমার মনে রঙ বসন্ত, আসে না হায় ফাগুন।
শিমুল অশোক ফুটে ঝরে, যায় রে ফাগুন চলে,
মন নিলে না ভালোবেসে, ফুল দেবারই ছলে!
বুক জমিনে আগুন খাঁখা, বিতৃষ্ণাই গড়ো
মানুষ তুমি নিরামিষ এক, জরা বুকে জড়ো।
এই যে আমি বসে আছি, ফুল নিয়ে কী আসবে
আমায় নিয়ে প্রেমের জলে, এবেলাতে ভাসবে?
জরাজীর্ণ দূরে ঠেলে, প্রেম হয়ে আজ ফুটো
বসো কাছে একটু ঘেঁষে, প্রেমের মজা লুটো।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৩


১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।