=হলুদ আলোর প্রহর দিলাম=
- কাজী ফাতেমা ছবি
হলুদ আলোর প্রহর দিলাম, বন্ধু নেবে তুমি?
দখল দেবে আমায় তুমি, তোমার বুকের ভুমি?
কসমস ফুলের রঙও দেবো, মুগ্ধ করবে আঁখি?
বুক পকেটে রাখবে তোমার, সুবাস নেবে মাখি?
আমার দেয়া হলুদ আলো, চোখে দেবে ছুঁয়ে?
প্রেম দেখবে কী চোখের আয়নায়, একটুখানি নুয়ে।
সোনার আলোর প্রহর দিলাম, নাও না বুকে তুলে
বন্ধু তুমি যেয়ো না আর, এই আমাকে ভুলে।
দিনদুপুরে দেবে হানা, আমার মনের ঘরে
কসমস ফুল দেবে তুলে, আমার আঁচল ভরে?
মুগ্ধতার চোখ নেবে তুমি, চুপ তাকিয়ে চোখে
একটু তাকাও দেবো তোমায়, অলীক মন্ত্র ফুঁকে।
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।