=ছুঁও না চোখের পাতা=
- কাজী ফাতেমা ছবি
ভ্রমর এসে ফুল ছুঁয়ে যায়, ছুঁও না চোখের পাতা
ছন্দ ছাড়া থাকে খালি, আমার কাব্যের খাতা;
কেমন তুমি ছুঁও না তো মন, দাও না আলোর প্রহর
পাথর ভরা মনের শহর, সেথা নেই প্রেম লহর।
তুমি যদি ফুল হও বন্ধু, আমি হবো ভ্রমর
মন ভরা কী তোমার বাপু, সাগর সম গুমর?
উড়ে এসে বসবো বুকে, ভ্রমর হবো আমি
তোমার আমার সময়গুলো, হীরার চেয়ে দামী।
সোনার আলোর প্রহর আমার, মন ভ্রমরার গুঞ্জন
তুমি হয়ো শালিক পাখি, হবো আমি খঞ্জন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৩
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।