ইচ্ছে করে জেগে থাকা রাতগুলো.....
- কাজী ফাতেমা ছবি
স্বপ্ন নিয়ে টানাটানি চলছে নিত্য,
সময় আঙ্গুলের ফাঁকে চলে যাবে বলে ঘুমের প্রহরেও থাকি জেগে;
আর দু'মিনিট না হয় জেগেই থাকলাম, এই করে কাটিয়ে দেই প্রশান্তির ঘুম প্রহরগুলো।
এমন কু-ইচ্ছার কাছে হার মানে ঘুম।
অযথা জেগে থাকা প্রহরে জেগে আছি বলে বুকে হাম্বরের আঘাতে
ধড়াম ধড়াম শব্দে মুহুর্মুহু যন্ত্রণায় বিছানায় করি ছটফট;
দু-টানায় শেষে ঘুম চোখের পাতা ছেড়ে পালায়।
কথা গল্প হাসি ঠাট্টায় কেটে যায় মধ্য রাত অবধি
কিইবা পেলাম এমন জেগে থাকা রাতগুলোতে।
রাতের ঘুমের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকি
নির্ঘুম রাত! তৃপ্তির স্বপ্নগুলো কাঁদে সিথানে বসে।
অবশেষে সুখ স্বপ্নগুলো পালায় দখিন জানালা দিয়ে
আর দু:স্বপ্ন এসে ঝেঁকে বসে চোখে।
ঘুম এসে কতবার হাই তুলিয়ে জানান দিয়ে যায় ঘুমের প্রহর গেলো বলে,
অথচ অবহেলায় কাটিয়ে দেই নিশ্চিন্ত ঘুমের প্রহর।
টের পাই পরেরদিন কর্ম প্রহরে যখন হাইয়ের পর হাই এসে
চোখে জল ঝরিয়ে কাজে কর্মে ব্যাঘাত ঘটায় মারাত্মক তখন।
ঠিক তখনি ওয়াদা করে ফেলি ঘুমপ্রহর করব না আর অবহেলা ।
রাত যেই ঘনিয়ে আসে ভুলে যাই কষ্ট প্রহরের কথা..
সেই একই অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জেগে থাকি রাতের পর রাত।
স্বপ্ন নিয়ে টানাটানি শেষে কর্তব্যের খাতিরে শরীর টেনে তুলি অনিচ্ছায়।
এর কি কোনো প্রতিকার নেই!! তবুও জেগে থাকি...থাকতে হয়। কেনো?
June 25, 2016 at 4:08 AM
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।