হযবরল কাব্য…..১
- কাজী ফাতেমা ছবি

সাদা বেগুনি লাল নীল
সীম ফুল
এনে দে’না বন্ধু, বানাব
কানের দুল।
সীম ফুলের কানের দুল
দুলে দুদ্যুল দুল
বন্ধু তুই হাত ছোঁয়ায়ে
করিস নারে ভুল!
পারলে বন্ধু বানায়ে দে
সীম ফুলের মালা
গড়ায়ে দিস সীম ফুলের
হাতের দুইটা বালা।
সীমফুলের অলংকারে
সাজব রে বন্ধু আজ
সীমফুল নিয়ে আয় বন্ধু
রেখে সব কাজ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।