আবেগের মূল্য দিতে শেখো নি আজও......
- কাজী ফাতেমা ছবি

আবেগের দাম দিতে প্রস্তুত নও কভু। মুহুর্মুহু মন খারাপ করে দেয়ার জন্য ঠাঁয় দাঁড়িয়ে থাকো মনের কিনারে। আমাকে খুশি করার জন্য হলেও কখনো বলো নি অভিমানের খাঁচাটা এবার উলটে ফেলো, মুক্ত করে দাও আবেগ! আলতো ছুঁয়ে দেখো নি আবেগের নরম পালক! বিতৃষ্ণায় অবেলায় খসে পড়ে অভিমান । মাটিতে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত কত অপেক্ষাই না করা হয়! কই! সে আশা গুঁড়ে বালি। অত:পর ডানা ভাঙ্গা পাখির মতো কারো মন আকাশে ওড়তে না পারার ব্যর্থতা কুঁরে কুঁরে খায় প্রতিনিয়ত।

নিদ্রা হও না, হও একেকটা নির্ঘুম রাত। ব্যথা হতে দ্বিধাবোধ নেই, মলম হতে গিয়ে সটকে পড়ো নির্ভেজাল। অক্সিজেন হতে পারতে - হও যে বড় দীর্ঘশ্বাস!

বুকের ভিতর ভালবাসার চাষ করেছিলাম যতন করে! সেখানে মই হয়ে এসে দুমড়ে মুচড়ে দাও ভালবাসার ফসল! আর কি চাও শুনি?

বুকের জমিন ব্যথার আগাছায় পরিপূর্ণ,সারের বদলে- চুয়ে পড়া কষ্ট রক্ত ছড়িয়ে দিয়েছি জমিতে। ভালবাসার সার হলে না...মনের জমিন করে দিলে অনুর্বর। ক্ষারীয় জমিতে এখন- না ফলে প্রেম না ভালবাসা আর আবেগ হয়ে গেলো চোখের শুষ্ক নদী! অভিশাপ দিতে চাই না কিন্তু এই এন্তার কষ্টের ফসল যদি অভিশাপ হয়ে যায়! বড্ড ভয় আমার।

এমনিতেই ভাল থাকো। আমি ছাড়া সবাইকে নিয়ে সুখি থাক। আর আমি কষ্টের নদীতে সাঁতার কাটতে থাকি আবেগের ডানায়!
July 14, 2016 at 4:14 AM • Dhaka
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৫


১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।