গরিব বেচার হাট
- নাহিদ সরদার

যেখানে গারিব বেচার হাট বসে - সেই হাটে
গোটাদিনসহ নিজেকে বেচে দিতেন বাবা।
গেরস্তের আঙিনায় ঘাম রুইয়ে ( বপন করে)
যখন ফিরে আসতেন বাড়ি ;
তখন বাবার ক্লান্ত মুখ ঢেকে দিয়ে
সন্ধ্যা নামতো।
মা লম্পের আলো উঁচু করে
বাজারের ব্যাগ খুঁজতেন,
আলো দেখলেই আমার ভয় হতো।
আলো মানে ভোর, আর ভোর মানে
গরিব বেচার হাট- রায়ের মহল।

১৮/০৩/২০২৫
মঙ্গলবার
পিরোজপুর


১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।