কাব্য কণা (৪১-৪২)
- কাজী ফাতেমা ছবি

৪১। আমি সবুজঘাস,পেলব অঙ্গে সাজাই মৃদু প্রেম,
তুমি ভানু-বুকে আঁচড়ে পড়ো-পুড়ি,
এসো বিকেল রোদ নিয়ে
বিপন্ন সময় স্বস্তির শ্বাস নিয়ে বাঁচি ফের!

৪২। উঠো দেখো,কে যেনো রুয়ে থুয়েছে সোনালুর সারি সারি বৃক্ষ
চল সোনা আলোর পথ ধরে হাঁটি,
হলুদআলো মুঠোয় নিয়ে ফিরে আসি আর
চোখে বুনি সোনালু ফুল স্বপ্ন।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।