কাব্য কণা (৪৩-৪৪)
- কাজী ফাতেমা ছবি

৪৩। তোর ধূসর রঙা মনে বুনবো সবুজ প্রেম,
উর্ধ্বমুখী শুয়ে নীলে চোখ রাখ্
আল্ট্রাভায়োলেটে মন ভিজিয়ে জারুল প্রেম শিখ্
তোকে পুড়াব সবুজে নয় পার্পলে।

৪৪। একটু উষ্ণতা খুঁজি,পাষান তুমি-
বৃষ্টি ভেজা দিনের ওম পেতে,
দিলে না পেতে তোমার কবোষ্ণ বক্ষ
তোমার ঘুম ঝিঁঝি'রা খাক!
নির্ঘুম কাটুক এই রাত।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।