কাব্য কণা (৪৭-৪৮)
- কাজী ফাতেমা ছবি
৪৭। ফাঁকহীন রঙ বদলের খেলায় তোমার রঙে মন মিলাতে পারি না,
হও গহীন সমুদ্দুর,
নীলজোয়ারে ভাসাও ডুবাও,
নীলে হই লীন,
পাহাড় হয়ে ছায়া দিতে পারতে তো, না কী!
৪৮। আকাশের রঙ বেগুনি হলে কী জারুল সাজতো আকাশি শাড়িতে!
তুমি আকাশ ছুঁয়ে হাত রাঙিয়ে দাও বেগুনি চুড়ি দিয়ে,
জীবনে রঙ দাও,
রঙহীন জীবন জোলো বড়! (জোলো-জলমিশ্রিত)
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।