কাব্য কণা (৪৯-৫০)
- কাজী ফাতেমা ছবি
৪৯। একমুঠো কমলা আলো ছিটিয়ে দাও চোখের পাতায়,
মেঘ জমেছে বড়,
জল গড়িয়ে পড়ার আগেই দাও এক ফালি বাসন্তি রঙ স্বপ্ন বসুন্ধরা
রোদ্দুর উঠুক মনে।
৫০। নারিকেল পাতার ফাঁক গলে জোছনার আস্ফালন,
হাওয়া এলেই নড়ে যায় পাতা,
শশি হেসে বলে পাগলী আলো কেনো এত ভালবাসিস!
যেতে তো হবে তোকে আঁধারের টানেই!
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।