কাব্য কণা (৫১-৫২)
- কাজী ফাতেমা ছবি

৫১। নীলজল ঢেউয়ে চেপে সমুদ্র বিলাসী হই ইচ্ছে,
সে জল চোখে খেলে ঢেউ,
ফেনা মাখা কষ্ট ঢেউ আঁচড়ে পড়ে বুকের চুরাবালিতে
ঢেউয়ের গায়ে যেনো ব্যথার রঙ আঁকা।

৫২। আঁধার খুঁজোতো?
তবে আমি জোনাক হয়ে যাই,
জ্বলোনিভু আলোয় মুগ্ধতার পথ দেখাবো,
তুমি চিনে নিয়ো আমায়,
যে তোমার মনগলিতে সন্তর্পণে হেঁটে বেড়ায়।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।