কাব্য কণা (৫৫-৫৬)
- কাজী ফাতেমা ছবি

৫৫। সাহারার বালি বুকে নিয়ে শুধু আমার হও,
হিমালয় ভালবাসি,
ক্লান্ত নুপূর খসেছে,সুর নেই,
মরীচিকা হাহাকার,তৃষ্ণা মিটাতে বরফ হয়ে দাঁড়াও,পারবে?

৫৬। শহর নেতিয়ে পড়ে রাতের কাঁধে-
আঁধারে ঢাকবে শহর,
শহর চষে বেড়ানো মানুষদের চুপ সমর্পণ আঁধারের কাছে-
যা চিরস্থায়ী আবাসের পূর্ব প্রস্তুতি।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।