কাব্য কণা (৫৭-৫৮)
- কাজী ফাতেমা ছবি
৫৭। আকাশী রঙও ফিকে হয়,
সহসা কালো মেঘের হামলা,
মেঘের ঘর্ষনে বজ্র-চোখ বন্ধ জীবন,
ভিতরে ঝড়
ভাল লাগেনা কিছুতেই অথচ ভাল না লাগার কোন কারণ নেই!
৫৮। যখন মন খারাপের দল মনে দেয় খোঁচা-
হাজার রঙ এনে দাও
মন তো রঙ ছোঁয় না,
ফ্যাকাশে সময় আঁকড়ে ধরে কিছুক্ষণ না হয় কাঁদি,
এই একমুঠো রোদ্দুর দিবে?
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।